চেতলা অগ্রণী ক্লাবে দুর্গা প্রতিমার চক্ষুদান করে শহর কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পুজোর নয় দিন আগেই সোমবার মুখ্যমন্ত্রী চক্ষুদানের মধ্যে দিয়ে পুজো শুরু হল কলকাতায় মুখপত্রের উদ্বোধন করেন মমতা। বিকেল চারটে নাগাদ নজরুল মঞ্চে দলীয় মুখপত্র জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধন করেন মমতা। তারপর সেখান থেকেই চেতলায় পুজো উদ্বোধনে যান তিনি। চেতলার অগ্রণীর পুজো কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম নামে বিশেষভাবে পরিচিত। প্রতিবারের মতো এবারও দুর্গা প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী।