বিজেপি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস - ছবিতে ছবিতে দেখুন গ্রাউন্ড জিরো

একাধিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার নবান্ন অভিযান ছিল বিজেপি-র। নবান্নে আসার পথে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আচমকা চলে বিক্ষোভ। কলকাতা ও হাওড়ার চারটি জায়গা থেকে মিছিল শুরু হয়েছিল। নবান্ন চত্বরে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো রা হয়েছিল। শেষ পর্যন্ত বিজেপি ও পুলিশ কর্মীদের মধ্যে লাগল ধুন্ধুমার।

amartya lahiri | Published : Oct 8, 2020 11:41 AM IST

111
বিজেপি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস -  ছবিতে ছবিতে দেখুন গ্রাউন্ড জিরো

বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড।

 

211

কলকাতায় বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভ।

 

311


আগে থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছিল নবান্নকে।

411

কলকাতা ও হাওড়ায় চার জায়গা থেকে শুরু হয় মিছিল। বিজেপির সদর দফতর থেকে মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

511

নবান্ন অবিযানের পথে পুলিশের তৈরি ব্যারিকেড বিজেপি কর্মীরা ভেঙে দিতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যেতে বলেছিল পুলিশ। শেষে তাদের সেখান থেকে সরাতে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হয়।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের সরতে বলে পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশের কথা না শোনায় কাঁদান...

Read more at: https://bangla.asianetnews.com/kolkata/live-blog-on-bjp-s-nabanna-abhijan-in-kolkata-asb-qhvgq8
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের সরতে বলে পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশের কথা না শোনায় কাঁদান...

Read more at: https://bangla.asianetnews.com/kolkata/live-blog-on-bjp-s-nabanna-abhijan-in-kolkata-asb-qhvgq8
611

ভদ্রেশ্বরে বিডেপি কর্মী সমর্থকদের আটক করে পুলিশ।

711

জিটি রোডে বিজেপির মিছিল ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সাময়িকভাবে পছু হটে বিজেপি সমর্থকরা।

 

811

বিজেপির নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছিতেও ব্য়াপক উত্তেজনা দেখা দিয়েছিল। এক বিজেপির কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তি বলবিন্দর সিং। সে অর্জুন সিং ঘনিষ্ঠ বলে অভিযোগ।

911


ডানকুনিতে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেছিলেন। একটি বাস রাস্তার উপর আটকে রাখা হয়েছিল। ব্য়াপক যানজট তৈরি হয়। লাঠি চালিয়ে পুলিশ বিজেপি কর্মীদের সরিয়ে দেয়।

1011

কালীঘাটে রাস্তার উপর আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকরা।

 

1111

বিজেপির কর্মসূচির মধ্যেই ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর ফিরেই তিনি ভবানী ভবনে ডিজির সঙ্গে বৈঠক করেন। সিসিটিভি ফুটেজে তিনি বিজেপির মিছিল ঘিরে নবান্ন সংলগ্ন এলাকা ও কলকাতার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন বলে সূত্রের দাবি।

Share this Photo Gallery
click me!
Recommended Photos