ফুচকা থেকে বিরিয়ানি, মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে কী কী পদে অতিথি আপ্যায়ণ

Published : Nov 02, 2019, 12:13 PM IST

শুক্রবার ইকো পার্কে বিজয়া সম্নিলনীর আয়োজন করেন মুখ্যমন্ত্রী লোভনীয় নানা পদে অতিথি আপ্যায়ণের ব্যবস্থা

PREV
17
ফুচকা থেকে বিরিয়ানি, মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে কী কী পদে অতিথি আপ্যায়ণ
স্টার্টারে ছিল ফুচকা, ফিশ ফ্রাই, আলুর দম।
27
বেশ কয়েকরকমের স্যুপের ব্যবস্থা রাখা হয়েছিল অতিথিদের জন্য।
37
গলা ভেজানোর জন্য ছিল বিভিন্ন ধরনের ফলের রস।
47
মেন কোর্সে বাঙালি পদের সঙ্গে ছিল নানা রকম মাছ এবং মাংসের পদ।
57
ভাত, ডালের সঙ্গে রাখা হয়েছিল কাতলা এবং ভেটকি মাছের পদ।
67
এর পাশাপাশি ছিল বিরিয়ানি, খাসির মাংস এবং মুরগির মাংসের দু' তিন রকমের পদ।
77
শেষ পাতে অবশ্যই ছিল নানা স্বাদের মিষ্টি, আইসক্রিম।
click me!

Recommended Stories