দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর কলকাতা মেট্রো যাত্রা শুরু হওয়াতে লেগেছিল খুশির জোয়ার। কিন্তু তা মুহূর্তেই প্রথম দু-তিন দিনে ভাটা পড়ে। ই-পাস এবং করোনা বিধির জন্য নানা সুরক্ষার নানা নিয়ম পেরোতে গিয়ে অপেক্ষা করতে নারাজ যাত্রীরা। যার জেরে কলকাতা মেট্রোতে যাত্রী সংখ্যা আচমকায় পড়ে যায়। তবে রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয় বাড়ানো হবে ই-পাসের সংখ্যা। আর তারপরেই ঘটে গেছে মিরাকেল। গত ৫ দিনে কলকাতা মেট্রোয় যাত্রী সংখ্যা বেড়ে ২০ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার।