শেষ বেলায় কমল প্রতিমার দাম, বিদ্যার দেবীর আরাধনার প্রস্তুতি রাজ্য জুড়ে

দুর্গা পুজো, কালী পুজোর পর করোনা মহামারীর প্রভাব পড়েছে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনাতেও। বাজাটে কাটছাট হলেও, প্রতিমা থেকে শুরু করে পুজোর সবকিছুর দাম আকাশ ছোয়া। তবে শেষ বেলায় কিছুটা কমল প্রতিমার দাম। কারণ অবশ্যই বাজারে মন্দা, পুজোর সংখ্যা কমে যাওয়া।
 

Sudip Paul | Published : Feb 15, 2021 3:45 PM IST

18
শেষ বেলায় কমল প্রতিমার দাম, বিদ্যার দেবীর আরাধনার প্রস্তুতি রাজ্য  জুড়ে
মঙ্গলবার সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনায় মাততে প্রস্তুত গোটা বাংলা। কিন্তু কাঁটা সেই করোনা।
28
করোনার কারণে পুজোর সংখ্যা কমেছে, কিন্তু বেড়েছে সবকিছুর দাম। বিগত কয়েক দিনে প্রতিমা থেকে শুরু সব কিছুর দামই চড়া ছিল।
38
তবে বাজেটে কাটছাট করেও বিদ্যার দেবীর আরাধনা করতে সোমবার রাতে শেষবেলার বাজার সারলেন সকলে।
48
তবে শেষ বেলায় বিক্রি পাট্টা তেমন থাকায় কিছুটা কমল প্রতিমার দাম। একদম ছোট ঠাকুরের দাম কমে হল ১০০ টাকা।
58

একটু বড় সরস্বতী ঠাকুর দাম সোমবার রাতের বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।

68

আর মাঝারি মাপের প্রতিমার দাম অনেকটা কমে হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকা।
 

78
আর বড় ঠাকুর যাতে হাত দিতে সাহস পাচ্ছিলেন না মধ্যবৃত্ত বাঙালি। তার দাম কমে দাঁড়াল ৫০০ থেকে ৬০০ টাকা।
88
ঠাকুরের দামের পাশাপাশি পুজোর অন্য়ান্য আনুষাঙ্গিকের জিনিসের দামও রাত বাড়ার সঙ্গে কিছুটা কমেছে। সব মিলে সাধ্যের মধ্যে সরস্বতী পুজোর আনন্দে উপভোগ করতে তৈরি বঙ্গবাসী।
Share this Photo Gallery
click me!
Recommended Photos