এই প্রথমবার, প্রাত্যহিক জীবনের ব্যবহৃত জিনিসের জন্য বেহালায় চালু নেচার বাজার

Published : Oct 20, 2020, 05:13 AM ISTUpdated : Oct 20, 2020, 10:18 AM IST

পুজোর মুখে নাগরিক স্বাচ্ছন্দ্যে আরও জোর দিল রাজ্য সরকার। রান্নাবান্নার কাজের জন্য প্রাত্যহিক জীবনে ব্যবহার করা জিনিসের জন্য শহর কলকাতার বুকে খুলে গেল নেচার বাজার। রবিবার বেহাল এই নেচার বাজারের উদ্বোধন করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়। এই বাাজরে কোনও মধ্যস্থাকরী না থাকায় সরসরি মুনাফা ভোগ করতে পারবেন ব্যবসায়ীরা। জানালেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়।

PREV
15
এই প্রথমবার, প্রাত্যহিক জীবনের ব্যবহৃত জিনিসের জন্য বেহালায় চালু নেচার বাজার

গৃহস্থের হেঁসেলে অত্যবশ্যকীয় পণ্যের জন্য প্রথমবার বাজার খুলল বেহালায়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে বেহালায় চালু হল নেচার বাজার।

25

রান্না-বান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী মিলবে এই বাজার থেকে। দুধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাল। সবই পাওয়া যাবে এই নেচার বাজারে। অন্যান্য বাজারের তুলনায় ১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে হেঁসেলের সামগ্রী। 

35

সোমবার বেহালায় এই নেচার বাজারের উদ্বোধন করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়। স্বনীর্ভর গোষ্ঠীর হাতে তৈরি এই বিশুদ্ধ সামগ্রী সরাসরি এই বাজার থেকে গৃহস্থের হেঁসেলে পৌঁছেন যাবে বলে জানান পঞ্চায়েতমন্ত্রী।

45

পঞ্চায়েত মন্ত্রী জানান, কোনও মধ্যস্থাকারী নয়, সরাসরি বাজার থেকে সুলভ মূল্যে এইসব সামগ্রী পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও, অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রীর অর্ডার করতে পারবেন গ্রাহকরা।

55

পঞ্চায়েত মন্ত্রী জানান, কোনও মধ্যস্থাকারী নয়, সরাসরি বাজার থেকে সুলভ মূল্যে এইসব সামগ্রী পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও, অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রীর অর্ডার করতে পারবেন গ্রাহকরা।

click me!

Recommended Stories