কলকাতার ক্যানভাসে বৃষ্টির জলরং, আনাচে কানাচে ঘুরে শহরের ছবি তুলল এশিয়ানেটের ক্যামেরা

সাতসকালেই হাঁটুজলে ডুবল শহর কলকাতা। সারা রাতের বিক্ষিপ্ত বৃষ্টিতে কার্যত জলমগ্ন শহর। অফিস থেকে বাজার, যেখানেই যান না কেন, কলকাতার জলছবির সাক্ষী আপনাকে হতেই হবে। তবে বিপত্তির এখানেই শেষ নেই। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা বা রেনকোট যেন অবশ্যই আপনার সঙ্গী হয়।

Parna Sengupta | Published : Jun 17, 2021 3:16 AM IST / Updated: Jun 17 2021, 08:50 AM IST

18
কলকাতার ক্যানভাসে বৃষ্টির জলরং, আনাচে কানাচে ঘুরে শহরের ছবি তুলল এশিয়ানেটের ক্যামেরা

আজ সারাদিন বৃষ্টির ধারাপাতের সাক্ষী থাকতে চলেছে মহানগরী

28

কলকাতার পাশাপাশি, ভারি বর্ষণে ভিজতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও।

38

সাতসকালেই হাঁটুজলে ডুবল শহর কলকাতা। সারা রাতের বিক্ষিপ্ত বৃষ্টিতে কার্যত জলমগ্ন শহর।

48

অফিস থেকে বাজার, যেখানেই যান না কেন, কলকাতার জলছবির সাক্ষী আপনাকে হতেই হবে

58

হাঁটুডোবা জল কোমর ছাপাতে পারে, এমন আশঙ্কা নেহাত অমূলক নয়

68

১৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাতে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে কলকাতার তাপমাত্রা খুব একটা বাড়বে না।

78

পশ্চিমবঙ্গের উপরে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে।

88

একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের উপর থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া বাংলা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে

Share this Photo Gallery
click me!
Recommended Photos