উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্র একই ছাপ স্পষ্ট। ক্রেতা-বিক্রেতা যদিও ইতিমধ্যেই ২০২০ পার করে দিয়েছে। টানা দীর্ঘ দিন রোজগার হারিয়ে ছিল অনেকেই। কারণ বাড়ি-বাড়ি গিয়েও মাছ বিক্রি করার উপায়ও নেই। অনেক পাড়াতেই চলছে কোভিড বিধি। তাই মাছের বাজারে গায়ে গায়ে ঘষাঘষি করে হোক, কিংবা অন্য কোনও ভাবে, অজান্তেই কোভিড ভাইরাস ছড়িয়ে যাচ্ছে, সেদিকে কতটা যে সতর্ক বাঙালি, তা বাজারে মাইকিং করেই টের পেলেন শহররের পুলিশ কর্মীরা।