পল্লবী পেশাগত ভাবে শিক্ষিকা হলেও গ্লাস পেন্টিংস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তিনি নিজে বললেন,'আমি খুবই খুশি সন্দীপ বাবু যে ভাবে আমার কাজের তারিফ করলেন। কখনও ভাবিনি এমন একটা প্রাপ্তি জীবনে হবে। আমার ছেলের নাম রোদ্দুর,ওর নামেই আমি ছবিতে ইনিশিয়াল করি।' সত্যজিৎ রায়ের গুণগ্রাহীরা, তাঁর সঙ্গে যোগাযোগ করলে শিল্পীর এই বিশেষ পেতে পারেন ।