শুক্রবার শুধুই দলীয় রং নয়, নানা রঙের মিশেলে মাতল শহরের রাজনৈতিক ব্যাক্তিত্বরা। দক্ষিণ থেকে উত্তর কলতাতায় দোল উৎসবে মেতে উঠল তৃণমূলের হেভিওয়েট ব্যক্তিত্বরা। সেই তালিকায় বেহালার রত্না চট্টোপাধ্যায় থেকে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। চলুন ছবিগুলি দেখে নেওয়া যাক।
নানা রঙের মিশেলে মাতল শহরের রাজনৈতিক ব্যাক্তিত্বরা। দোল উৎসবে মেতে উঠলেন বেহালার রত্না চট্টোপাধ্যায় । মাথায় দোলের রংবেরংয়ের নকল চুল।
210
তৃণমূল সমর্থকদের সঙ্গে দোল খেললেন। মিষ্টি খাওয়ালেন এলাকার সবাইকে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।
310
একেই দোল, তার উপর হাত ভর্তি রং। সেই অবস্থাতেই রসগোল্লা টপাটপ সবাই খেল। নেই কোভিডের ভয়, তাই প্রাণ খুলে খেলতে পারছেন বলে জানালেন রত্না।
410
ক্যামেরাম্যান থেকে শুরু করে স্থানীয় কেউই মিষ্টি খাওয়ার তালিকা থেকে বাদ গেলেন না। নিজে হাতেই খাইয়ে দিচ্ছেন বিধায়ক। একুশের জয়ের অনেক আনন্দ মিশে আছে এই দোলে।
510
শুক্রবার তাই শুধুই দলীয় রং নয়, নানা রঙের মিশেলে মাতলেন বেহালার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। নিজেও মাখালেন, অন্যরাও আবির রং মন ভরে মাখালো তাঁদের রত্নাদিকে।
610
দোল উৎসবে অংশ নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বসন্তের রংয়ের ছোয়ায় আজ সব রং মিলে মিশে একাকার। বেশ খোশমেজাজেই রয়েছেন তিনি।
দোল উৎসবে ফুল, রংয়ের ছড়াছড়ি এখানে। মেয়র নয়, বরং ব্লকের বাসিন্দা এবং পাড়ার মেয়ে হিসাবে রঙ খেলায় মাতলেন এমনটাই জানালেন কৃষ্ণা চক্রবর্তী।
910
নাচ গান কবিতার মধ্য দিয়ে রাতভর বসন্ত উৎসবের মাতলেন নবনিযুক্ত পৌর প্রধান।
বসিরহাট মহাকুমার বিভিন্ন জায়গায় নবনিযুক্ত পৌর প্রধান বসন্ত উৎসবের মাতলেন সেই ছবি দেখা গেল বসিরহাট পৌরসভার ১৫, নম্বর ওয়ার্ডের প্রান্তিক মাঠে।
1010
বসিরহাট পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান অদিতি মিত্র রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র সহকর্মীদের নিয়ে বসন্ত উৎসবের মাতলেন সারা রাত্রি ধরে চলল বসন্ত উৎসব। একে অপরকে বিভিন্ন রকমের সবুজ আবির একে অপরকে রাঙিয়ে দিয়ে এক টুকরো কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ছবি ধরা পরল বসিরহাটে