রামকৃষ্ণ মিশন-স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ, দেখুন ছবিতে ছবিতে

কলকাতায় পৌঁছেই রামকৃষ্ণ মিশন- স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এসে ভূয়সী প্রশংসা করলেন তিনি স্বামীজীর। মাথা নত করে সেখানকার সন্যাসদের প্রথম জানালেন। শ্রদ্ধা অর্পণ করে পুজো দিলেন শিব লিঙ্গে। 'রামকৃষ্ণ মিশনে কিছু সময় কাটানো এবং স্বামী বিবেকানন্দজীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সৌভাগ্য হল', বলে টুইট করে জানালেন শাহ।


 

Ritam Talukder | Published : Dec 19, 2020 12:47 PM
16
রামকৃষ্ণ মিশন-স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ, দেখুন ছবিতে ছবিতে
কলকাতায় পৌঁছেই রামকৃষ্ণ মিশন- স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
26
রামকৃষ্ণ দেবকে প্রণাম জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
36
শ্রদ্ধার সহিত মাথা নত করে সেখানকার সন্যাসদের প্রথম জানালেন তিনি।
46
শ্রদ্ধা অর্পণ করে পুজো দিলেন শিব লিঙ্গে। 'রামকৃষ্ণ মিশনে কিছু সময় কাটানো এবং স্বামী বিবেকানন্দজীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সৌভাগ্য হল', বলে টুইট করে জানালেন শাহ।
56
রামকৃষ্ণ মিশন- স্বামী বিবেকানন্দের বাড়িতে শাহ-র সঙ্গে দিলীপ সহ বিজেপির শীর্ষ নের্তৃত্ব।
66
শাহ আরও বলেন, তিনি ভারতমাতার এক মহান পুত্র, যিনি নিজেকে জাতির পুনরুত্থানে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ভারতবর্ষকে নতুন প্রজ্ঞালোকে আলোকিত করেছে, যা এখনও আমাদের অনুপ্রাণিত করে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos