রাজ্য়ে দ্বিতীয় দফার ভোটের দিনে পারদ চড়ল লাফিয়ে, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে


বৃহস্পতিবারও কলকাতাতে গরম ও অসস্তি বজায় থাকবে। আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির  কোনো সম্ভাবনা নেই। আদ্রতার সঙ্গে গরম বজায় থাকবে। এদিন  তাপপ্রবাহ সতর্কতা জারি পশ্চিমের জেলাগুলিতে। ৩ তারিখ পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী ৩ দিন বৃষ্টির  সম্ভাবনা থাকছে।  

Asianet News Bangla | Published : Apr 1, 2021 2:32 AM IST / Updated: Apr 01 2021, 08:03 AM IST
15
রাজ্য়ে দ্বিতীয় দফার ভোটের দিনে পারদ চড়ল লাফিয়ে, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

 আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির  কোনো সম্ভাবনা নেই। আদ্রতার সঙ্গে গরম বজায় থাকবে।

25


 বৃহস্পতিবার তাপপ্রবাহ সতর্কতা জারি পশ্চিমের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ও দক্ষিণ ২৪ পরগনাতে। 

35

 আবহাওয়া দফতর সূত্রে খবর,৩ তারিখ পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গে আগামী ৩ দিন বৃষ্টির  সম্ভাবনা থাকছে। 
 

45


কলকাতাতে গরম ও অসস্তি বজায় থাকবে। কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রীর আশেপাশে ও রাতের তাপমাত্রা ২৭ এর আশেপাশে থাকবে। তাই রাতে ও দিনে গরম অনুভূত হচ্ছে। 

55


আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, বৃহস্পতিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৯.৩ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রী।   শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ১৯ শতাংশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos