আজ প্রেমের শহরে আকাশ মেঘলা, ভ্যালেনটাইনের ভোরে দেখুন কলকাতা ক্যানভাস, রইল আবহাওয়ার পূর্বাভাস


রবিবার ভ্যালেনটাইনস ডে-র দিনে শহরে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা। বেলা বাড়লেও থাকবে সারাদিন আকাশ মেঘলা। পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে শীতের বিদায়ে মনখারাপ রাজ্যবাসীর। হাওয়া অফিস জানান দিচ্ছে যে, উত্তরবঙ্গের শীত থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের থেকে শীত আপাতত বিদায় নিতে চলেছে। 

Asianet News Bangla | Published : Feb 14, 2021 8:24 AM
17
আজ প্রেমের শহরে আকাশ মেঘলা, ভ্যালেনটাইনের ভোরে দেখুন কলকাতা ক্যানভাস, রইল আবহাওয়ার পূর্বাভাস
রবিবার শহরে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা। বেলা বাড়লেও থাকবে সারাদিন আকাশ মেঘলা। পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে শীতের বিদায়ে মনখারাপ রাজ্যবাসীর।
27
আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব গঙ্গোপাধ্য়ায় জনিয়েছেন, উত্তরবঙ্গের শীত থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের থেকে শীত আপাতত বিদায় নিতে চলেছে।
37
নতুন করে আর তাপমাত্রা পতন হবে না। ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে থাকবে।
47
উত্তরবঙ্গের আরও কয়েকদিন ঠান্ডা থাকবে। দক্ষিণবঙ্গের সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
57
বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে।
67
আবহাওয়া দফতররে খবর অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে ।
77
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রী সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে ।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos