তিনি আরও জানিয়েছেন, '২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি একটু বাড়বে। বেশ কিছু জেলায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ২২ তারিখ বৃষ্টি একটু সরে গিয়ে পশ্চিমের জেলা গুলিতে বাড়বে।পশ্চিমের জেলা বলতে মূলত পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এই জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।