বৃহস্পতিবার ইতিমধ্যেই শহর ও শহরতলির আকাশের মেঘের আড়ালে গর্জন শুরু। ওদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০ থেকে ২২ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে সকালে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের একাংশে বৃহস্পতিবার বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে এই মুহূর্তে জেনে নেওয়া যাক কলকাতা, উত্তর-দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি রাজ্য তথা দেশের আবহাওয়ার পূর্বাভাস।