আজ ঝাপিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, রবিবার পারদ পতনে স্বস্তি শহর-শহরতলিতে

Published : Apr 18, 2021, 08:06 AM IST

   রবিবার শহরের আকাশ আংশিক মেঘলা, পারদ পতন কলকাতায়। এদিন ফের গুমোট গরম থেকে মুক্তি মিলবে। শহর-শহরতলিতে ঝাপিয়ে নামতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে কলকাতা সহ বঙ্গে।   শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.০  ডিগ্রি সেলসিয়ার্স।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।  

PREV
18
আজ ঝাপিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, রবিবার পারদ পতনে স্বস্তি শহর-শহরতলিতে

 রবিবার শহরের আকাশ আংশিক মেঘলা, পারদ পতন কলকাতায়। এদিন ফের গুমোট গরম থেকে মুক্তি মিলবে।  শহর-শহরতলিতে ঝাপিয়ে নামতে পারে বৃষ্টি।

28

আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে কলকাতা সহ বঙ্গে। 

38

 উল্লেখ্য, শনিবার ভ্যাপসা গরণ থেকে মুক্তি দিয়ে সন্ধে সাড়ে সাতটা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় কলকাতায়। 

48

শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর ঘন্টায় ৩০ থেকে ৪০ কমি বেগে বয়ে গিয়েছে ঝড়। কলকাতায় পাশপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগণায়। 

58

আবহাওয়া বিশেষজ্ঞের মতে, পূবালী বায়ু সক্রিয় হওয়ার কারণে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার বড় পরিবর্তন আসবে। পারদ অনেকটাই নিম্নমুখী হবে

68

 তবে ২৩ এপ্রিল-২৪ এপ্রিল নাগাদ ফের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

78

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.০  ডিগ্রি সেলসিয়ার্স।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৪.৫ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।

88

অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 

 

click me!

Recommended Stories