সপ্তাহান্তে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রিতে, ভ্য়াপসা গরমে বৃষ্টি পাবে কি কলকাতাবাসী

Published : Mar 25, 2021, 08:12 AM IST

বৃহস্পতিবার সকাল থেকেই  গুমোট গরম কলকাতায়।  আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে,এদিন ভালমতোই গরম এবং হাঁসফাঁস অবস্থা অনুভূত হবে কলকাতা সহ রাজ্যে। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে পৌঁছেছে। গত সপ্তাহের শুরু থেকেই ক্রমশ বাড়ছে তাপমাত্রা।  মূলত আগামী আগামী দু-একদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছাতে চলেছে ৪০ ডিগ্রিতে। উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
16
সপ্তাহান্তে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রিতে, ভ্য়াপসা গরমে বৃষ্টি পাবে কি কলকাতাবাসী


বৃহস্পতিবার সকাল থেকেই  গুমোট গরম কলকাতায়।  আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে, এদন ভালমতোই গরম এবং হাঁসফাঁস অবস্থা অনুভূত হবে কলকাতা সহ রাজ্যে।

26


উত্তরে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জন্য় এখনও কোনও স্বস্তির খবর নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।

36


আপাতত তাপমাত্রা নামার বা কমার কোনও সম্ভাবনা নেই। পাল্টা সপ্তাহান্তে শহরের তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়ার্স। 
 

46


পাশপাশি শুষ্ক গরম বাড়াবে অস্বস্তি। যদিও দার্জিলিং এবং কালিংপঙের কিছু জায়গা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

56

 
আবহাওয়া দফতরে খবর অনুযায়ী,বৃহস্পতিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৭.২ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। 

66

বৃহস্পতিবার শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ২৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।

click me!

Recommended Stories