কোভিডে নতুন করে মৃত্যু বাড়ল রাজ্যে, লাফিয়ে সংক্রমণ বৃদ্ধি কলকাতায়

ফের করোনায় মৃত্যু বাড়ল রাজ্যে। কলকাতা তথা রাজ্য নতুন করল ফের মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। কমে গিয়েও আচমকাই লাফিয়ে বাড়ছে করোনা। রবিবারের   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে ফের বাড়ল মৃত্যু সংখ্যাও। একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৩ জন এবং এর মধ্যে যদিও কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ০।  এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু ২ জনের এবং হাওড়ায় প্রাণ হারিয়েছে  ১ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১১২। ওদিকে কোভিডের নয়া স্ট্রেনে কোভিশিল্ড কার্যকর নয়, ইতিমধ্য়েই জানিয়েছে নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা। যার জেরে সবমিলিয়ে বাংলার কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তায় চিকিৎসকেরা।
 

Asianet News Bangla | Published : Mar 22, 2021 5:22 AM IST / Updated: Mar 22 2021, 12:27 PM IST

16
কোভিডে নতুন করে মৃত্যু বাড়ল রাজ্যে, লাফিয়ে সংক্রমণ বৃদ্ধি কলকাতায়

রবিবারের   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৩ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ০।  এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু ২ জনের এবং হাওড়ায় প্রাণ হারিয়েছে  ১ জন। বাংলায় মোট মৃতের সংখ্যা  ১০,৩০৬ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১১২।

26

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা   ১২৫ জন থেকে বেড়ে ১৫৮ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১,২৬৪ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৮০,৬৩১ জন।  
 

36

C উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯৮ জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয়   উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩০৩  জন থেকে বেড়ে ৪২২ জন।   

46

রবিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ৩ হাজার ৩৮০  থেকে ৩ হাজার ৫০৪  জন।  

56


রবিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৫  জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল   ৫৬৬,৫২৬  জন থেকে  ৫৬৬,৮২১ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৭.৬২।  

66


পাশাপাশি সম্প্রতি কলকাতায়  বিদেশি স্ট্রেনে করোনা আক্রান্তের সংখ্য়াও বেড়েছে।  এদিকে  দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের বিরুদ্ধে কম কাজ করছে কোভিশিল্ড , ইতিমধ্য়েই জানিয়েছে নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা। যা নিয়ে চিন্তায় চিকিৎসকেরা।

Share this Photo Gallery
click me!
Recommended Photos