ভোর হতেই আকাশ মেঘলা-পারদ পতন কলকাতায়, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস


বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ রাজ্য়ে। উল্লেখ্য, আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।  ঘূর্ণিঝড় যশের পর কলকাতার তাপমাত্রা আচমকা বেড়ে গেলেও গত কয়েকদিনের বৃষ্টিতে সামান্য স্বস্তি ফিরেছে ফের কলকাতায়। 
 

Asianet News Bangla | Published : Jun 3, 2021 2:23 AM IST / Updated: Jun 03 2021, 07:56 AM IST

17
ভোর হতেই আকাশ মেঘলা-পারদ পতন কলকাতায়, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর  জানিয়েছে, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস  কলকাতা সহ রাজ্য়ে।

27


 হাওয়া অফিস জানিয়েছে, কেরলে মৌসুমী বায়ু যথাসময়ে প্রবেশ করলেও বর্ষা এবার রাজ্যে আসবে হয়ত একটু আগে। অর্থাৎ নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।

37

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এবছর ঘূর্ণিঝড়ের প্রভাবে নির্ধারিত সময়ের  আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে  যাবে।

47

উল্লেখ্য,  যশের হাত ধরেই রাজ্যে ঢুকছে বর্ষার রেশ। যদিও ভারতের বুকে এখনও প্রবেশ করেনি বর্ষা, তবে দোর গোড়ায় দাঁড়িয়ে প্রহর গুণছে, ঠিক সেই সময়ই নানা ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতিতে পাল্টে গিয়েছে রাজ্যের চেনা আবহাওয়া। 
 

57

সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়, পাশাপাশি কলকাতাতে এদিন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে নেমে আসে।  
 

67


  আবহাওয়া দফতরে খবর অনুযায়ী,বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে।   সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.১ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। 
 

77

অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos