তেজালো গরমের মাঝেই ঝড়-বৃ্ষ্টির পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ ঝাপিয়ে বৃষ্টি হবে এখুনি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। মূলত গত দুই -তিনদিন সন্ধ্যের পর হাওয়া চলাচল করলেও সকাল পেরোতেই রোদের তেজ ঠিকরে বেরোচ্ছে। কালবৈশাখীর আশায় দিন গুণছে বঙ্গবাসী। উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি নামলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ছিটে ফোটাও পায়নি। পাখা চললেও মোটেই স্বস্তি নেই। তাই স্বাভাবিকভাবেই ঝড়-বৃষ্টি হলে পারদটা একটু হলেও নামবে বলে আশা কলকাতাবাসীর।