জীবনে ডাক্তার হতে চেয়েছিলেন অগ্নিমিত্রা। কিন্তু, ভাগ্যের ফেরে তা সম্ভব হয়নি। তবে ফ্যাশন ডিজাইনার হিসেবে বেশ খ্যাতি লাভ করেন তিনি। ২০০১-০২ সালে ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। একাধিক ছবিতে কাজ ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করেছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, কোয়েল মল্লিক, স্বস্তিকা মুখোপাধ্যায়, মৌ গঙ্গোপাধ্যায় প্রমুখ অভিনেতা/অভিনেত্রীদের জন্য চলচ্চিত্রে পোশাক ডিজাইন করেছিলেন। তারপর থেকে ধীরে ধীরে খ্যাতির চূড়ায় পৌঁছান তিনি।