টলিউডের কান পেতে যে খবরটা পাওয়া গিয়েছে তাতে অর্পিতা মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতে খুব একটা পরিচিত নাম নন। যদিও, গত কয়েক বছরে বাংলা ছবির জগত তাঁকে চিনেছে প্রভাবশালী মহলে তাঁর উঠাবসার জন্য। বিভিন্ন ভিভিআইপি পার্টিতে অর্পিতাকে আকছার দেখা যেত বলেও জানা গিয়েছে। কিন্তু, সেই সব পার্টিতে হাজির হতে গেলে একটু প্রভাবশালী হতে হয়। অর্পিতার তেমন কোনও পরিচয় না থেকেও অনায়াসে এই সব পার্টিতে ঢুকে যেতে পারতেন বলে সূত্রের খবর।