মৃত্যু ফাঁদ লিফট, কেন ঘটল এই মর্মান্তিক মৃত্যু, কোন তথ্য ফাঁস করলেন ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মী

দুই লিফটে আটকে আগুনে ঝলসে মৃত্যু মোট নয় জনের। মর্মান্তিক ঘটনা স্ট্যান্ড রোডে। তবে মৃতদেহ দেখার পর পরিবারের সদস্যরা নিশ্চিত হতে পারছেন না, এই দেহ তাঁদের পরিবারের সদস্য কি না। ডিএনএ টেস্টের দাবী করেছে পরিবার, তবে কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা! 

Jayita Chandra | Published : Mar 9, 2021 5:55 AM IST
19
মৃত্যু ফাঁদ লিফট, কেন ঘটল এই মর্মান্তিক মৃত্যু, কোন তথ্য ফাঁস করলেন ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মী

কেন এই ভয়াবহ অগ্নিকান্ডকে প্রশমিত করতে এতো সময় লাগল, কীভাবে আগুন ছড়িয়ে পড়ল, একাধিক প্রশ্ন ওঠে স্ট্যান্ড রোডের ঘটনায়। 

29

ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় পূর্ব রেলের অফিসে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৯ জনের। রাতেই তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। 

39

খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ছুঁটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত ঘটনাটি খতিয়ে দেখেন তিনি। 

49

সেখানে দাঁড়িয়েই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

59

ঠিক কী এমন ঘটে ভেতরে যা থেকে এই ভয়াবহ আগুনের মাঝে প্রাণ হারাতে হয় নয়জনকে! 

69

মঙ্গলবার সকালেই এক দমকল কর্মী সেই বিষয় নজর দিয়ে বলেন, লিফটে করে যাচ্ছিলেন সকলে। 

79

একটা লিফটে দুই ও অন্য লিফটে ছিলেন সাতজন। ভুল বশত টিপে দেওয়া হয় ১৩ তলা। যার ফলে আগুনের উৎসেই পৌঁছে যায় লিফট।

89

১২ তলায় ওঠার কথা ছিল। তারপর বাকিটা হত সিঁড়ি দিয়ে উঠে। কিন্তু ভুল করে ১৩ তলায় উঠে যাওয়ায় ভয়ানক আগুনের গ্রাস প্রাণ হারান ৯। 

99

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণেই লিফট ব্যবহার করছিলেন কর্মীরা। যদিও তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সতর্কতার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos