আজ পুরনো প্রেম মনে করার দিন, ব্রেকআপ ডে-তে প্রাক্তনকে পাঠাতে পারেন এমন বার্তা

১৫ ফেব্রুয়ারি থেকে চলছে অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক (Anti Valentine’s Week)। ভালোবাসা দিবস উদযাপনের পর আসে বেশ কিছু অশুভ দিন। ১৫ থেকে ২২ চলে এই অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক(Anti Valentine’s Week)। যার মধ্যে আছে কিক ডে (Kick Day), কনফেশন ডে (Confession Day), আজ ব্রেক আপ ডে (Break Up day)। আজ পুরনো প্রেম মনে করার দিন। এদিন স্মৃতিচারণায় উঠে আসুন ভেঙে যাওয়া সম্পর্কের ভালো মুহূর্তগুলো। সকাল সকাল তাকে ব্রেক আপ ডে-র শুভেচ্ছা জানান। জেনে নিন কী বার্তা পাঠাবেন।  

Sayanita Chakraborty | Published : Feb 21, 2022 2:21 PM / Updated: Feb 21 2022, 02:23 PM IST
110
আজ পুরনো প্রেম মনে করার দিন, ব্রেকআপ ডে-তে প্রাক্তনকে পাঠাতে পারেন এমন বার্তা

এই বছর পর্যন্ত, আমি আপনাকে রোম্যান্টিক বার্তা পাঠাতাম কিন্তু আজ আমি ব্রেক আপ ডে-তে আপনাকে উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি। কারণ আমরা আর এক সঙ্গে নেই। Happy Breakup Day। এমন বার্তা পাঠাতে পারেন প্রাক্তনকে। হয়তো পরিস্থিতির জন্য বর্তমানে আপনারা এক সঙ্গে নেই। আজ এই দিনে তাকে পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা। 

210

আপনার স্বপ্ন এবং আমার, আপনার অগ্রাধিকার এবং আমার মধ্যে ভারসাম্য বজায় রাখা আর সহজ ছিল না। আপনাকে শুভ ব্রেকআপ দিবসের শ্রদ্ধা জানাই। Happy Breakup Day। সকাল সকাল এই বার্তা পাঠান প্রাক্তনকে। হতেই পারে দুজনের সম্পর্ক নেই। তাই বলে, এই দিন তাঁকে মনে করবেন না এমন নয়। আজ তাকে মনে পড়তে পাঠিয়ে ফেলুন এই বার্তা। 

310

আমার মন তোমাকে এতটাই ঘৃণা করে যে তোমার সঙ্গে যোগাযোগও করতে চায় না। তাই শুভেচ্ছা জানাই ব্রেকআপ ডে-তে। ভালো কাটুক তোমার আগামী জীবন। Happy Breakup Day। আজ ব্রেক আপ ডে-তে তার শুভ কামনা করুন। দুজনে আলাদা থেকেও যেন ভালো থাকতে পারেন তার কথাই বলুন। এমন বার্তা পাঠাতে পারেন তাকে। 

410

বহুদিন আগেই আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। এখন যে যার রাস্তায় চলছি। এই সিদ্ধান্ত ছিল দুজনের। তাও এই বিশেষ দিয়ে পুরনো স্মৃতি মনে পড়ে। শুভ ব্রেকআপ দিবস। ভালো কাটুক তোমার জীবন। Happy Breakup Day। ২১ ফেব্রুয়ারি ব্রেক আপ ডে। এই দিন পুরনো প্রেমকে মনে করার পালা। তবে, খারাপ নয় আজ স্মৃতিচারণায় আসুস ভালো স্মৃতি। এই বার্তা পাঠান প্রাক্তনকে। 

510

সম্পর্কের একটি পর্যায় আছে এবং আমাদের এর সঙ্গে পথ চলা ফুরিয়ে গিয়েছে। তাও তোমার শুভ কামনা করি। সুখী থেকো সারা জীবন। Happy Breakup Day। রাগ বা ক্ষোভ নয়, আজ ব্রেক আপ ডে-তে তার শুভ কামনা করুন। দুজনে আলাদা থেকেও যেন ভালো থাকতে পারেন তার কথাই বলুন।  

610

যখন আমি তোমার প্রেমে পড়েছিলাম, সেটা ছিল আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার সঙ্গে ব্রেকআপ করা এত সহজ ছিল না। কিন্তু, পরিস্থিতির কাছে নত স্বীকার করেছি আমরা। শুভ ব্রেকআপ দিবসের শুভেচ্ছা। ব্রেক আপ ডে-তে এমন বার্তা পাঠাতে পারেন তাকে। মন থেকে আজ তার ভালো চান। 

710

 প্রেমে পড়া একটি ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। সেই দিনগুলো ছিল মধুর। কিন্তু, সব সম্পর্ক পরিণতি পায় না। ভালো থেকো। শুভ ব্রেক আপ দিবস। ১৫ থেকে ২২ চলে এই অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক(Anti Valentine’s Week)। যার মধ্যে আছে কিক ডে, কনফেশন ডে (Confession Day), আজ ব্রেক আপ ডে। আজ প্রাক্নকে পাঠান এমন বার্তা। দুঃক নয়, আজ মনে করুন কিছু ভালো মুহূর্ত। 

810

কিছু জিনিস মন ভাঙে কিন্তু দৃষ্টি ভঙ্গি ঠিক করে দেয়। শুভ ব্রেক আপ দিবস। ১৫ ফেব্রুয়ারি থেকে চলছে অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক (Anti Valentine’s Week)। ভালোবাসা দিবস উদযাপনের পর আসে বেশ কিছু অশুভ দিন। আজ সকল তিক্ততা ভুলে তাকে মেসেজ পাঠান। কোনও রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং শুভ কামনা করুন তার। 

910

ভালোবাসা ও ঘৃণার এই চক্রের একদিন ঠিক অবসান ঘটবে। আমরা বিজয়ী হয়ে উঠব। শুভ ব্রেক আপ দিবস। হতেই পারে দুজনের সম্পর্ক নেই। তাই বলে, এই দিন তাঁকে মনে করবেন না এমন নয়। আজ তাকে মনে পড়তে পাঠিয়ে ফেলুন এই বার্তা। তিক্ততা ভুলে বন্ধু হয়ে উঠুন দুজনে। সকল কঠিন সময় একে অন্যের পাশে দাঁড়ান। 

1010

আমার ভালোবাসা ছিল নিঃশর্ত। কিন্তু যখন আমি তোমাকে হৃদয় দিয়েছিলাম তখন একটি শর্ত দিয়েছিলাম। বলেছিলাম, যত দিন তুমি ভালোবাসবে ততদিন আমার হৃদয় তোমার। আজ ব্রেকআপ ডে-তে সেই পুরনো স্মৃতি মনে পড়ে। ভালো থেকো। শুভ ব্রেকআপ দিবস।   

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos