প্রেমে পড়া একটি ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। সেই দিনগুলো ছিল মধুর। কিন্তু, সব সম্পর্ক পরিণতি পায় না। ভালো থেকো। শুভ ব্রেক আপ দিবস। ১৫ থেকে ২২ চলে এই অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক(Anti Valentine’s Week)। যার মধ্যে আছে কিক ডে, কনফেশন ডে (Confession Day), আজ ব্রেক আপ ডে। আজ প্রাক্নকে পাঠান এমন বার্তা। দুঃক নয়, আজ মনে করুন কিছু ভালো মুহূর্ত।