অমর একুশে শুভেচ্ছা বার্তার মাধ্যমে সম্মান জানান মাতৃভাষাকে, রইল ১০টি সেরা বার্তা

Published : Feb 21, 2022, 12:22 PM IST

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিটি বাঙালির কাছেই একটি বিশেষ দিন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে ঘোষণা করা হয়। তারপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হয় আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিন আপনি আপনার প্রিয়জন, আত্মীয় ও বন্ধুদের বাংলায় শুভেচ্ছা (Wishes) পাঠাতে পারেন। অমর একুশ উপলক্ষ্যে সকলকে জানান। শুভেচ্ছা বার্তা। রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তা। 

PREV
110
অমর একুশে শুভেচ্ছা বার্তার মাধ্যমে সম্মান জানান মাতৃভাষাকে, রইল ১০টি সেরা বার্তা

ভাষা দিবসের ওই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। বাংলা ভাষা অমর রহে।- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই বার্তা পাঠাতে পারেন প্রিয়জনকে। 

210

এসো প্রাণের ভাষায় কথা বলি প্রাণ খুলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রিয়জনকে পাঠান এমন বার্তা। শুভেচ্ছা বার্তায় সম্মান জানান মাতৃভাষাকে। 

310

তোমাক নিজের মাতৃভাষায় উত্তর দিতে আমি বিন্দুমাত্র সন্তুস্ত নই। আমার মাতৃভুমি যে অন্যান্য সমস্ত কিছুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, তা প্রদর্শন করার ক্ষমতা আমার রয়েছে এবং এতেই আমি খুশি ।

410

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি করে ভুলতে পারি... শুভ মাতৃভাষা দিবস।  ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হয় আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিন সকালে এমন শুভেচ্ছা বার্তা পাঠিয়ে শুভেচ্ছা বার্তায় সম্মান জানান মাতৃভাষাকে। 

510

নিজের দেশ, জীবনযাপন ও প্রাথমিক ভাষাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখান থেকেই সন্তুষ্টি লাভ সম্ভব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইল।  আজ প্রিয়জনকে পাঠাতে পারেন এই বার্তা। এই বার্তায় সম্মান জানান মাতৃভাষাকে।  

610

কোনও ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে, এই কামনা করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা বার্তায় সম্মান জানান মাতৃভাষাকে। এই বার্তা পাঠান প্রিয়জনদের। 

710

বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মাননা করি। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 

810

এই পৃথিবীতে অনেক কিছুই পালটাবে যেতে পারে। কিন্তু, যে ভাষা আমরা অন্তরে বহন কির তা কখনও পালটাবে না। নিজের ভাষাকে ভালোবাসা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে ঘোষণা করা হয়। 

910

বাংলা আমার প্রাণের ভাষা বাংলায় বলি কথা বাংলা ভাষার অমর্যাদায় জাগায় প্রাণে ব্যথা। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকালে সকলকে পাঠাতে পারেন এই বার্তা। 

1010

যুগ যুগ ধরে ভাষা শহীদরা এবং তাঁদের আত্মহ্যাগ থেকে যাবে বাঙালির চিত্তে এবং মননে, তাই এই দিনটিতে স্মরণ করি সেই বীর আত্মাদের। যাদের জন্য বাংলা ভাষা আজ পেয়েছে তার মহিমান্বিত স্বীকৃতি। সকল আপনজনদের জানাই একুশে ফেব্রুয়ারি তথা ভাষা দিবসের শুভেচ্ছা। 

click me!

Recommended Stories