নজর কাড়ুক আপনার চুলের সাজ, রইল ১০টি হেয়ার স্টাইলের হদিশ, জেনে নিন কী কী

সৌন্দর্য অনেকটাই নির্ভর করে হেয়ার স্টাইলের (Hair Style) ওপর। পোশাকের সঙ্গে মানানসই হেয়াল স্টাইল না করলে পুরো সাজটাই মাটি। কিন্তু, চুলের নিত্য নতুন স্টাইল করা এত সহজ নয়। আজ রইল ১০টি হেয়ার স্টাইলের হদিশ। যা সহজে করা সম্ভব। এথনিক (Ethnic) এবং ওয়েস্টার্ন (Western) সব ধরনের পোশাকের সঙ্গেই মানাবে এই ধরনের স্টাইল। দেখে নিন এক ঝলকে।  
 

Sayanita Chakraborty | Published : Feb 19, 2022 2:48 PM / Updated: Feb 19 2022, 02:52 PM IST
110
নজর কাড়ুক আপনার চুলের সাজ, রইল ১০টি হেয়ার স্টাইলের হদিশ, জেনে নিন কী কী

খুব সহজে ও কম সময় করা সম্ভব স্টেইট পনিটেল। চুল শুকিয়ে নিন সবার আগে। তারপর পিছনের দিকে টেনে উঁচু করে পনিটেল করুন। এটা একটা ফর্মাল লুক দেবে। বড় চুল হলে, এমন স্ট্রেইট পনিচেল বেশ মানাবে। এথনিক, ওয়েস্টার্ন সব ক্ষেত্রেই এই স্টাইল মানায়। 

210

চুলে যদি একটু কার্লি ভাব থাকে তাহলে বেশ মানাবে পনিটেইল উইথ কার্ল। এক্ষেত্রে সামনে দিয়ে লক্স বের করে রাখবেন। চুলের লেন্থ যদি কাঁধ পর্যন্ত হয়, তাহলে বেশ মানাবে পনিটেইল উইথ কার্ল। 

310

দু মিনিটে কোঁকড়ানো চুলের স্টাইল করতে চান, তাহলে করে ফেলুন হাফ আপ হাফ ডাউন। কোঁকড়ানো চুলের স্টাইল করা বেশ কঠিন। এক্ষেত্রে এটি করতে পারেন। এক্ষেত্রে মাথার মাঝখানে সিঁথি করে নিন। তারপর দুপাশ থেকে একটা ছোট ভাগ করে পেঁচিয়ে দিন। মাথার পিছনে ক্লিপ দিয়ে আটকে বাকি চুল ছেড়ে দিন। 

410

লম্বা চুলে হাফ পনিটেল তো অনেকেই করেন, এবার ছোট চুলে ট্রাই করুন এই স্টাইল। হাফ পনিটেল বেশ মিষ্টি দেখায়। চুল দুভাগ করে নিন। ওপরের দিকে কম চুল দিন। এবার সেখানে পনিটেল করুন। বাকিটা ছেড়ে রাখুন। ওয়েস্টার্ন পোশাক বিশেষ করে ড্রেসের সঙ্গে বেশ মানাবে এই হাফ পনিটেল। 

510

বর্তমানে বলিউড সেলিবদের বেশ দেখা যায় মেসি বানে। শাড়ির সঙ্গে মেসি বান বেশ মানায়। পুরো চুল আলতো করে ধরে বান বানান। একটু নিচের দিক করে বান আটকাবেন। এবার এতে গুঁজে দিন ফুলের মালা। সকলের নজর কাড়বে আপনার এই হেয়ার স্টাইল। 

610

অফিসে কেমন হেয়ার স্টাইল করবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় থাকে। চুলের লেন্থ পিঠ অথবা কোমর পর্যন্ত হলে করে ফেলুন টপ নট। এই স্টাইল সব ধরনের পোশাকের সঙ্গে মানায়। আর এই খোঁপা অফিস ফ্রেন্ডলি। বিশেষ করে গরমের জন্য পারফেক্ট হেয়ার স্টাইল। 

710

ছোট চুলের পিক্সি হেয়ার স্টাইলের ট্রেন্ড বেশ পুরনো। ফেল ফ্যাশনে এসেছে এই ট্রেন্ড। ছোট মুখের শেপ যাদের তাদের এই স্টাইল বেশ মানায়। শুধু ওয়েস্টার্ন হয়, শাড়ির সঙ্গেও বেশ মানায় পিক্স হেয়ার স্টাইল। তবে, কোঁকড়ানো চুলে এই স্টাইল না করাই ভালো। স্ট্রেট হেয়ারে বেশি মানায় পিক্স হেয়ার স্টাইল. 

810

কার্লি হেয়ারে স্টাইল করা বেশ কঠিন। এক্ষেত্রে, চুলের লেন্থ যদি কাঁধ পর্যন্ত হয়, তাহলে করতে পারেন সাইড সুইপ্ট কার্ল। চুলের একদিকে সিঁথি করুন। কম দিকে অংশের সামনেটা বেনি করে ক্লিপ দিয়ে আটকান। বাকি চুল ছেড়ে রাখুন। এই স্টাইল বেশ নজর কাড়বে সকলের। 

910

চুল প্রথম দুটি ভাগ করে নিন। এবার দু দিকে বিনুনি করুন। এই দুটি বিনুনি দিয়ে খোঁপা বানান। এই স্টাইলকে বলে ফ্রেঞ্চ বিনুনি খোঁপা। এই হেয়ার স্টাইল দেখতে খুবই স্টাইলিশ হয়। শাড়ি এমনকী ট্রাউজার শার্টের সঙ্গে করতে পারেন এমন হেয়ার স্টাইল। 

1010

এই হেয়ার স্টাইল বেশ আকর্ষণীয় হয়। প্রথমে চুলের এক ধারে সিঁথি করে নিন। এবার সামনে দিকে কিছুটা চুল নিন। বিনুন করুন। সেটা কানের পাশে ক্লিপ দিয়ে আটকে নিন। বাকি চুল খোলা রাখুন। এথনিক পোশাকের সঙ্গে বেশ মানাবে এই স্টাইল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos