চুল পড়া স্বভাবিক বিষয়। এই ধারণা রয়েছে অনেকের মনে। যা একেবারে ভুল। চুল কেরাটিন টিস্যু দিয়ে তৈরি। যা ক্রমবর্ধমান অঙ্গ। নখ যেমন গজায়, ভাঙে আবার গজায়, চুলও ঠিক তেমনটাই। দিনে ১০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক বলে মনে করা হয়। এতে চুলের ঘনত্বে তেমন প্রভাব পড়ে না। কিন্তু, এর বেশি চুল পড়লে সতর্ক হন।