চুলের যত্নে নানা রকম ঘরোয়া টোটকা মেনে চলেন সকলে। চুল পড়ার বন্ধ করতে কিংবা খুশকি দূর করতে কিংবা অকাল পক্কতা দূর করতে নানা রকম টোটকা মেনে চলেন অনেকে। অনেকে চুলের যত্নে ঘরোয়া প্যাক ব্যবহার করেন তো কেউ চুলের যত্নে নানান প্রো়ডাক্ট ব্যবহার করে থাকেন। তবে, এই সবে সব সময় উপকার মেলে এমন নয়। চুলের যত্নে সঠিক টোটকা মেনে চললে তবেই মিলবে উপকার। চুলের যত্নে নানান মিথ রয়েছে। যা মেনে চললে চুলের উপকারের বদলে ক্ষতি হতে পারে। আজ রইল এমন ১০টি মিথ। যা চুলের যত্নে সকলে মেনে চলেন। এতে চুলের উপকারের বদলে ক্ষতি হয়। জেনে নিন কী কী।