বর্তমান প্রজন্ম ফোন কথা বলার থেকে চ্যাট করতে বেশি স্বচ্ছন্দ। লেখার মধ্যে দিয়ে সকলে মনের ভাবনা ব্যক্ত করে থাকেন। বর্তমানে এক্ষেত্রেও এসেছে নানান সুবিধা। এখন আর আনন্দ, দুঃখ, সম্মতি কিংবা হতাশার মতো মনের ভাবনা বোঝাতে টাইপ করতে হয় না। বরং একটা ইমোজি দিলেই হল। সহজে মনের কথা প্রকাশের জন্য সকলেই চ্যাটে ইমোজির ব্যবহার করে থাকেন। মনের সব রকম অনুভূতির জন্য রয়েছে আলাদা আলাদা ইমোজি। নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ ইমোজির প্রসঙ্গে কেন উঠল। আসলে, এই সকল ইমোজিকে সম্মান জানাতে আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড ইমোজি ডে। প্রতি বছর ইমোজিগুলোর অস্তিত্বকে সম্মান জানাতে এই ১৭ জুলাই দিনটি ইমোজি ডে হিসেবে পালন করা হয়ে থাকে।