তৈলাক্ত ত্বকে সহজেই ট্যান (Tan) পড়ে। সেই ট্যান তুলতে দুধ ও পাতিলেবু প্যাক লাগাতে পারেন। একটি পাত্রে কাঁচা দুধ নিন। এতে মেশান কয়েক ফোঁটা পাতিলেবুর রস (Lemon)। ভালো করে মিশিয়ে নিন। প্যাকটি মুখে, গলা ও হাতে লাগান। প্রতিদিন এই প্যাক লাগাতে পারেন। দুধের গুণে যেমন ত্বক নরম হবে, তেমনই পাতিলেবুর গুণে ত্বক উজ্জ্বল হবে। সঙ্গে দূর হবে ট্যানের সমস্যা। চাইলের এর সঙ্গে চন্দন বাটাও মেশাতে পারেন।