ভয়ঙ্কর মহামারীর আশঙ্কা, Black ফাঙ্গাসের থেকেও নাকি মারাত্মক ক্ষতিকর White ফাঙ্গাস, দাবি বিশেষজ্ঞদের

করোনা পরিস্থিতিতে নাজেহাল অবস্থা সকলেরই। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় ত্রাহি ত্রাহি রব চারিপাশে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তার উপর আবার কোভিড দ্বিতীয় ঢেউয়ের মাঝেই জাঁকিয়ে বসেছে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা রোগীদের মধ্যে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে এই ব্ল্যাক ফাঙ্গাস । পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভারতে হানা দিল হোয়াইট ফাঙ্গাস, যা নাকি আরও বিপজ্জনক।
 

Riya Das | Published : May 21, 2021 6:03 AM IST

19
ভয়ঙ্কর মহামারীর আশঙ্কা, Black ফাঙ্গাসের থেকেও নাকি মারাত্মক ক্ষতিকর White ফাঙ্গাস, দাবি বিশেষজ্ঞদের

কোভিড দ্বিতীয় ঢেউয়ে মানুষ যখন নাজেহাল। তার মাঝেই জাঁকিয়ে বসেছে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা রোগীদের মধ্যে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে এই ব্ল্যাক ফাঙ্গাস । 
 

29

পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভারতে হানা দিল হোয়াইট ফাঙ্গাস, যা নাকি আরও বিপজ্জনক।

39

ইতিমধ্যেই হোয়াইট ফাঙ্গাসে বিহারে ৪ জন সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভয়ঙ্কর আকার নিতে পারে হোয়াইট ফাঙ্গাস ।

49

 এই হোয়াইট ফাঙ্গাস শুধু ফুসফুসের উপর প্রভাব ফেলে না। পাশাপাশি শরীরের অন্যান্য অংশগুলি যেমন নখ, ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ক, মুখ এমনকী গোপনাঙ্গেও নাকি  প্রভাব ফেলতে পারে। 
 

59

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, করোনা ভাইরাসের মতোই ফুসফুসের ওপর প্রভাব ফেলে এই ছত্রাক। এইচআরসিটি পরীক্ষায়ও ধরা পড়ে এই সংক্রমণ।

69

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, করোনা ভাইরাসের মতোই ফুসফুসের ওপর প্রভাব ফেলে এই ছত্রাক। এইচআরসিটি পরীক্ষায়ও ধরা পড়ে এই সংক্রমণ।

79

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, করোনা ভাইরাসের মতোই ফুসফুসের ওপর প্রভাব ফেলে এই ছত্রাক। এইচআরসিটি পরীক্ষায়ও ধরা পড়ে এই সংক্রমণ।

89

চিকিৎসকদের মতে, যাদের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরই এই রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। ডায়াবেটিসে আক্রান্ত যারা, এছাড়াও গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

99


গতকালই রাজস্থান  ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। ইতিমধ্যেই সাওয়াই মান সিং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০০ জন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত রোগী ভর্তি হয়েছেন।

Share this Photo Gallery
click me!
Recommended Photos