গরম পড়তে না পড়তেই ত্বকের নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে ত্বক রুক্ষ বা শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বককে সতেজ রাখতে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং যেমন মাস্ট। তেমনি এর পাশাপাশি ফেসপ্যাকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে বাজার চলতি কসমেটিক নয়, ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে। গরমে রোদে পোড়া ত্বকে থেকে মুক্তি পেতে ট্রাই করুন সামার কুলিং ফেসপ্যাক।