মহা শিবরাত্রির দিন ভুল করেও এই কাজগুলি করবেন না , তাহলেই বড় বিপদ

আজ মহাশিবরাত্রি।  সারা দেশে হিন্দু উৎসবের মধ্যে অন্যতম উৎসব হল শিবরাত্রি। আর আজ হল সেই বিশেষ দিন।  আজকের দিনে এই শিবরাত্রি পালনের জন্য সারাবছর ধরে সকলে মুখিয়ে থাকে। এই দিনে ভক্তরা মন্দিরে দিয়ে শিবলিঙ্গকে দুধ, গঙ্গাজল দিয়ে ভাল করে স্নান করিয়ে ফুল , ফল দিয়ে অর্ঘ্য জান করে থাকেন।  মোক্ষলাভের আশায় শিবের মাথায় জল ঢাললেই হল না। উপোস করে সারা রাত জেগে প্রহরে প্রহরে জল ঢালা, নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মহা শিবরাত্রি ধুমধাম করে পালন করা হয়। কিন্তু পুজো করতে হয় বলে পুজো করে ফেললাম তাহলে কিন্তু হবে না। কারণ নিয়ম না মেন পুজো করলে মনোবাঞ্ছা তো পূরণ হবেই না পরিবর্তে দুর্ভাগ্যই সম্বল হবে । তাই শিবরাত্রি পালনের আগে জেনে নিন কিছু নিয়মবিধি।

Riya Das | Published : Feb 21, 2020 10:27 AM
111
মহা শিবরাত্রির দিন ভুল করেও এই কাজগুলি করবেন না , তাহলেই বড় বিপদ
শিবরাত্রির পুজো রাতের বেলা হলেও পুজোর দিন সকালে উঠে ভাল করে স্নান সেরে নিন। গঙ্গাস্নান করতে পারলে আরও ভাল।
211
মধু ও গঙ্গাজল দিয়ে ধনু রাশি শুকনো বাদাম দিয়ে ভোগ দিন শিবলিঙ্গ স্নান করান। বেল পাতা, গোলাপ ইত্যাদি দিয়ে পুজো করে আরতি করুন।
311
যারা নির্জলা উপোস করতে পারেন না তারা যে কোনও সরবত খেতে পারেন ব্রাহ্মণের অনুমতি নিয়ে। কিন্তু ভুল করেও পেটভরা খাবার খাবেন না।
411
মহা শিবরাত্রির দিন পুজোর নিয়ম মেনে পুজো করা ভীষণ দরকার তা না হলে পুণার্জন হবে না।
511
শিবলিঙ্গে ভুল করেও নারকেলের জল ঢালবেন না। এতে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি রুষ্ট হবেন।
611
শুধুমাত্র দুধ ও গঙ্গাজলই শিবলিঙ্গে ঢালুন। অশুভ শক্তির হাত থেকে বাঁচতে পুজোর সময় আধভাঙ্গা চালা ব্যবহার করবেন না।
711
পুজোর সময় শিবলিঙ্গে ভুল করে সিঁদুর দিয়ে তিলক কাটবেন না। এর পরিবর্তে চন্দন ব্যবহার করুন।
811
গোটা হলুদকে শুভ হিসেবে ধরা হলেও ভুল করেও শিবপুজোতে গোটা হলুদ ব্যবহার করবেন না।
911
পুজোর শেষে ফলাহার করুন। রাতে নিরামিষ হালকা খাবার খান।
1011
যারা শিবরাত্রি ব্রত করেন তারা অবশ্যই এই পারণ করে থাকেন। এইদিন মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ করে উপোস ভঙ্গ করতে হয়।
1111
পারণের দিন দুবার খাওয়ার, ভারী কাজ, পরের অন্ন ভোজন, দূরে যাত্রা না করাই ভাল।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos