ব্রেকফাস্টের মেনুতে কমবেশি কলা সকলেরই থাকে। অনেকেই আছেন খিদে পেলেই কলা খেলে নিলেন কিংবা ঘুম থেকে উঠেই খালি পেটে কলা খান। তবে তা শরীরের জন্য কতটা ভাল কিংবা কতটা ক্ষতিকারক তা নিয়ে তর্জা চলছেই। কিন্তু কলা খাওয়ার পর স্বাভাবিকভাবেই খোসাটা ডাস্টবিনে চলে যায়। কিন্তু জানেন কি , কলার মতোই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর কলার খোসায় প্রচুর মিনারেল রয়েছে, যা রূপচর্চা থেকে গেরস্থালির নানান কাজে লাগাতে পারেন। দীর্ঘদিন ফেলে দেওয়া কলার খোসার গুনাগুণ জেনে নিন বিশদে।