রাত পোহালেই বাংলার নববর্ষ, লকডাউনে কীভাবে সেলিব্রেশন হবে, রইল টিপস

এই প্রথম লকডাউনে কাটতে চলেছে বাংলার নববর্য। প্রতিবছর এই দিন নতুন করে সেজে ওঠে বাংলা। বদলে যায় পুরোনো ক্যালেন্ডার। বিকেল হলেই হালখাতায় ভিড়। এবছর নেই সেসবের বহার। ব্যবসায় কাল অনেকেরই লক্ষ্মী আগমনের দিন। পরিস্থিতি মুখ ফিরিয়েছে সকলের থেকে। তবে প্রাণের থেকে বড় নয় কোন কিছুই। কিন্তু সময় তো থেমে থাকবে না। তাই নববর্ষে ম্লান মুখে নয়, পরিবারের সঙ্গে নয়া কায়দায় সেলিব্রেশনে মাতুন এই দিন। 

Jayita Chandra | Published : Apr 13, 2020 3:32 PM IST / Updated: Apr 13 2020, 09:17 PM IST
19
রাত পোহালেই বাংলার নববর্ষ, লকডাউনে কীভাবে সেলিব্রেশন হবে, রইল টিপস
সবাই মিলে বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে তোলা। পরিষ্কার করে পাল্টে দেওয়া প্রতিদিনের চেনা ছবি। সকলে মিলে সাফাই অভিযান দিয়েই শুরু করে দেওয়া যেতে পারে দিনটি।
29
লক ডাউন না ভেঙে বাড়িতে থাকা জিনিস দিয়েই রান্না করে ফেলা রকমারি পদ। পটু-অপটু হাতে এদিন তৈরি করে ফেলা যেতেই পারে একাধিক রান্না।
39
সকলে মিলে এদিন এক সঙ্গে বসে ঘরোয়া পদেই সেলিব্রেশন করুন নববর্ষের। সকলে মিলে এই দিন ভুরি ভোজে এক নতুন স্মৃতি তৈরি হোক।
49
সকলের সঙ্গে এদিন গান বাজনা করে কাটিয়ে দেওয়া যেতে পারে সন্ধ্যের সময়। বাড়িতেই অবসাদ ভুলে জলসা উঠুক জমে।
59
বর্তমানে ছবি ওঠে হাজার হাজার। কিন্তু কটা ছবি খুলে দেখা হয়! এদিন বার করে নেওয়া যেতেই পারে ট্রিপ থেকে পারিবারিক ছবি। সেগুলো দেখে ফেলা যেতেই পারে।
69
হাতে ঘুড়ি তৈরি করে বিকেলে ছাদে তা ওড়ানোর মজায় আলাদা। শৈশবের সেই স্মৃতি উষ্মে এদিন মেতে উঠুন নববর্ষে।
79
কাছের মানুষকে অনেকটা সময় দেওয়া। নতুন বছর সকল রোগ ব্যাধি শোক দূর করুক, এক সঙ্গে যুদ্ধে জয় হওয়ার ব্রত নিন এই দিন।
89
ভালো কোনও ছবি জলযোগ সহকারে এদিন দেখে ফেলুন সকলের সঙ্গে। বাড়িতে বসেই নিন সিনেমা হলের মজা।
99
নতুন পোশাক পরে এদিন সকলের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিন। সকলের সঙ্গে এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করুন। তবে নিয়ম মেনে ঘরে থেকে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos