সবার আগে কিনে ফেলুন একটা চিয়ার্স ব্যানার (Cheers Banner) । বসার ঘরের যে দেওয়ালে সকলের নজর পড়ে সেখানে এটা লাগিয়ে ফেলুন। বিভিন্ন মাপের চিয়ার্স ব্যানার পাওয়া যায়। আপনার ঘরের মাপ বুঝে একটা কিনে ফেলুন। ঘরে যদি কোনও সাদা দেওয়াল থাকে, সেখানে লাগাতে পারেন। এটা মূলত সোনালী রঙের হয়, তাই সাদার ওপর সোনালী রং সকলের নজড় কাড়বে।