পাটিসাপটা
সেরা বাঙালি মিষ্টির মধ্যে পাটিসাপটা অন্যতম। এটি ময়দা, চালের গুড়ো, চিনি, দুধ, ক্ষীর, নারকেল ইত্যাদি দিয়ে তৈরী করা হয়। পাটিসাপটার পুর হিসেবে নারকেল এবং ক্ষীর - দুইই ব্যবহার করা হয়। নারকেল, এলাচ, গুড়, খোয়া এবং শুকনো ফলের মিশ্রণে এর স্বাদ জীবনে ভোলার নয়।