বাঙালি তো? সে প্রবাসী হন, অনাবাসি হন কিংবা রাজ্যের বাঙালি, এই মিষ্টিগুলো খেয়ে দেখেননি একবারও, এটা হতে পারে না। আর শীতের ভোজপাতে মিষ্টি থাকবে না, সেকি কথা। তাই বাঙালি (Bengali) আর শীত (Winter) মানেই মাফলার আর মিষ্টি (Sweet)। তবে জানেন তো বাঙালির মিষ্টি মানে শুধুই রসগোল্লা (Rasogolla) আর সন্দেশ (Sandesh) নয়। তার বাইরে রয়েছে এক আলাদা সুমধুর দুনিয়া। চলুন এক পাক দিয়ে আসি মিষ্টির রাজ্যে।