আজ ডিনার ডেটের প্ল্যান করতে পারেন। কোথায় যাচ্ছেন তা আগে থেকে বান্ধবীকে জানানোর দরকার নেই। এমন কোনও জায়গায় ডিনারে যান, যেখানে দুজনে বহুদিন ধরে যাওয়ার প্ল্যান করে রেখেছেন। ডিনার ডেটে গিয়ে তাকে টেডি উপহার দিন। আর আজ শুধু খাওয়া নয়, সঙ্গে মনের কথা খুলে বলুন। একেবারে অন্যরকম করে পালন করুন দিনটা।