রইল টেডি ডে-র ১০টি সেরা শুভেচ্ছা বার্তা, দেখে নিন এক নজরে

শুরু হয়ে গিয়েছে প্রেমের মাস। রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে (Teddy day) থেকে হাগ ডে (Hug Day)- রয়েছে কত কী। সব শেষে ভ্যালেন্টাইন্স ডে (Valentine Day)। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তার পর একে একে আসে বাকি দিনগুলো। আজ হল টেডি ডে (Teddy day)। আজ মনের মানুষকে জানান বিশেষ শুভেচ্ছা বার্তা। দেখে নিন ১০টি সেরা শুভেচ্ছা বার্তা (Wish)।  

Sayanita Chakraborty | Published : Feb 10, 2022 12:23 PM
110
রইল টেডি ডে-র ১০টি সেরা শুভেচ্ছা বার্তা, দেখে নিন এক নজরে

হ্যাপি টেডি ডে মাই লাভ। আলিঙ্গন বেঁচে থাকুক এই টোডির মাধ্যমেই। Happy Teddy Day। আজ এই বিশেষ ভালোবাসা মানুষকে পাঠান এই বার্তা। এই ভাষায় ব্যক্ত করুন আপনার মনের কথা।  

210

আজই সেই বিশেষ কথটা বলার দিন, আজই সব্বাইকে জাননোর দিন যে আমার একটা জ্যান্ত টেডি বিয়ার আছে, আর সেইটা তুমি। বড্ড মিস করি তোমায়। Happy Teddy Day। 

310

টেডি সত্যিই সেরা বন্ধু। আশেপাশে মনের কথা কাউকে বলার না থাকলেও যে চুপ করে প্রতিটি সমস্যার কথা শোনে সেই টেডি। আমি নেই কাছে, এই টেডিকে পাঠালাম। শুভ টেডি ডে। এই বার্তা মন কাড়বে ভালোবাসার মানুষের। 

410

বড্ড মিস করি, সেই জড়িয়ে ধরা, আঁকড়ে ধরা উষ্ণতাকে। এই টেডিকে জড়িয়ে রেখো। জেনো, আমিই আছি কাছে। শুভ টেডি দিবস। - আজ ভালোবাসার মানুষের মন কাড়তে তাকে পাঠান এই বার্তা। 

510

শুভই টেডি নয় সঙ্গে ভালোবাসার উষ্ণ বার্তাও ভাগ করে নিন আপনার প্রিয়জনের সঙ্গে। এখানে রইল কিছু শুভেচ্ছাবার্তা। - এই ভাষায় ব্যক্ত করুন মনের কথা। ভালোবাসার মানুষকে জানান টেডি ডের শুভেচ্ছা। 

610

তোমার টেডির মতো, আমি চাই তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন এবং তোমার সমস্ত রাত আমার সঙ্গে কাটাবেন। শুভ টেডি দিবস। আজ এই বিশেষ ভালোবাসা মানুষকে পাঠান এই বার্তা। এই ভাষায় ব্যক্ত করুন আপনার মনের কথা।  

710

আমি তোমাকে একটি টেডি খেলনা উপহার দিতে চাই না কারণ আমি তোমার চিরদিনের টেডি হওয়ার আমি নিজেকে উপহার দেব। শুভ টেডি দিন। আজ এই বিশেষ ভালোবাসা মানুষকে পাঠান এই বার্তা। এই ভাষায় ব্যক্ত করুন আপনার মনের কথা।  

810

আমি চাই তুমি আমার পাশেই থাকে আমার জীবনের প্রতিটি পর্বে আমি তোমাকে সর্বদা টেডি বিয়ারের মতো আলিঙ্গন করতে চাই। তাই তোমাকের একটি প্রেরণ, বলার জন্য শুভ টেডি দিবস। 

910

কে বলেছিল টেডি বাস্তব নয়, মানে তুমি কেবল তাকান। তুমিই  সবচেয়ে আদরের টেডি, আমার ভালোবাসা। শুভ টেডি ডে। আজ এই বিশেষ ভালোবাসা মানুষকে পাঠান এই বার্তা। এই ভাষায় ব্যক্ত করুন আপনার মনের কথা।  

1010

টেডি-রা খুব কিউট, নতুন হোক বা পুরনো কিন্তু তোমার মতন মিষ্টি বান্ধবীকে যায় না কখনো হারানো। হ্যাপি টেডি ডে। এমন বার্তা মন কাড়ুক আপনার ভালোবাসার মানুষের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos