স্কাই নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোল হিমবাহের (South Col Glacier) বরফ, SCG ৮০ গুণ দ্রুত গলছে। ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক জার্নাল, নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ মিটার অর্থাৎ ১৮০ ফুট বরফ গলে গিয়েছে ইতিমধ্যেই। এই হিমবাহটি ৭,৯০৬ মিটার উচ্চতায় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫,৯৮৩ ফুট উপরে অবস্থিত।