যাদের না ঘুম আসার রোগ রয়েছে, তাঁদেরকে তো নয় ছোটবেলা মা-বাবাই ঘুমপাডা়নি গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু বড় হলেও এই রোগ থাকলে মুশকিল। ঘুমের ওষুধ নয়, বরং যিনি সেই ছোটবেলার মতোই আপনাকে ঘুম পাড়িয়ে দেবেন, বাইরের দেশে এনাদের বলে 'প্রফেশনার স্লিপার'।এদের রোজগার বেশ ভাল।