বাবা, এই শব্দটার মধ্যে লুকীয়ে আছে অনেক কিছু। শুনতে খুব সহজ মনে হলেও শব্দটা খুবই ভারী। প্রকৃত পিতা হয়ে ওঠা সহজ নয়। ত্যাগ, দায়িত্ববোধ, সততা, সাহস, আরও অনেক শব্দ এক জায়গায় হয়ে, বাবা শব্দটি তৈরি হয়। বটবৃক্ষ হয়ে যিনি সবসময় সন্তানদের আগলে রাখেন, তিনিই বাবা। সমস্ত ঝড়, বাঁধা, বিপত্তিতে যিনি সন্তানের পাসে দাঁড়ান, তিনিই বাবা। আজ জুন মাসের তৃতীয় রোববার। বছরের এই দিনকেই ফাদার্স ডে হিসেবে পালন করা হয়। সন্তানরা প্রতেকেই এই দিনটিতে তাদের বাবাকে কোন না কোন উপহার দিয়ে, বাবার প্রতি তাদের ভালোবাসা ব্যাক্ত করে। কোন কোন ধরনের উপহার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পারে?