শীতে রুক্ষ ত্বকের সমস্যা, পলকে পান মসৃণ ত্বক এই ঘরোয়া টিপসে

শীতে রুক্ষ ত্বকের সমস্যায় ভোগেন অনেকেই। চামড়া হয়ে যায় খসখসে। ত্বকের সমস্যা তাই এড়িয়ে না গিয়ে কয়েকটি ঘরোয়া টিপসেই করুন বাজিমাত। ত্বককে টানটান রাখতে কী করবেন, জেনে নিন এই কয়েকটি টিপস... 

Jayita Chandra | Published : Dec 21, 2020 2:09 PM
18
শীতে রুক্ষ ত্বকের সমস্যা, পলকে পান মসৃণ ত্বক এই ঘরোয়া টিপসে

জলে সামান্য গ্লিসারিন মিশিয়ে স্নান করুন। দেখবেন ত্বকের শুষ্কভাব অনেকটা কেটে দিয়েছে। তাই প্রতিদিন স্নানের জলে সামান্য গ্লিসারিন মিশিয়ে নিন। 

28

স্নানের আগে তেল মাখুন বা গ্লিসারিন মেখেনিন। ত্বক মসৃণ রাখতে শীতের সময় স্নানে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নয়তো ত্বক অনেক বেশি শুস্ক হয়ে যায়। 

38

কনকনে ঠাণ্ডা জল ত্বকের জন্য খুব একটা উপকারী নয়, তাই খানিক ইষৎ উষ্ণ জলে স্নান করুন। স্নানের সময় সাবান ব্যবহার করলেও পরবর্তীতে ময়শচারাইজার ব্যবহার করুন।

48

রাতে শোওয়ার আগে মরশ্চারাইজার লাগিয়ে নিন। এতে সারা রাত ত্বক রিপিয়ার হওয় ও সকালে তা মসৃণ থাকে। 

58

পেট্রোলিয়াম জেল লাগিয়ে নেওয়া যেতে ঠোঁটে গোরালিতে, কুনুইয়ের মত জায়গায়। বিশেষ করে দুই হাতের তালুতে। 

68

শুষ্ক ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ক্ষতিগ্রস্থ ত্বককে মসৃণ করতে এর জুরি মেলা ভার। 

78

বেসন, দুধ ও হলুদের মিশ্রণ বানিয়ে নিতে পারেন। এতে ত্বকের রুক্ষতা দুর হয়। সপ্তাহে তিন দিন এই প্যাক লাগিয়ে নিন। 

88

পেঁপেতে পেক্টিন থাকে যা আমাদের আমাদের রুক্ষ ও শুষ্ক ত্বককে খুব তাড়াতাড়ি হিল করে। হাত বা পায়ের রুক্ষতা দূর করে মসৃণ করে তুলতে পেঁপে ব্যবহার করুন। তাই পেঁপের প্যাক লাগিয়ে নিন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos