প্রথম দিন শুরু করুন লেবুর মধুর জল দিয়ে। তারপর খান দুটো সেদ্ধ ডিম বা পোচ। তারপর মধ্যাহ্নভোজে খান ৩০০ ক্যালোরির খাবার। ব্রাউন রাইস, সবজি সেদ্ধ খেতে পারেন। এরপর স্ন্যাক্সে থাক একটি মাঝারি মাপের আপেল বা পছন্দের অন্য কোনও ফল। রাতে খান সালাদ ও চিকেন স্টু ও ১ কাপ ব্রাউন রাইস। ঘুমানোর আগের ক্যামোলাইল চা খান।