চুল নিয়ে সারা বছর চলতে থাকে নানান সমস্যা। গরমে ঘামের কারণে ছাড়ে দুর্গন্ধ, শীতে বাড়ে খুশকি। আর সারা বছর লেগে থাকে চুল পড়ার সমস্যা, ফ্রিজি হেয়ার কিংবা ডগা চেরার সমস্যা। চুল নিয়ে সারা বছর লেগে থাকে নানান সমস্যা। চুলের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই পার্লার ট্রিটমেন্ট করেন। তো কেউ বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেন। এবার ভরসা রাখুন ঘরোয়া টোটকা ওপর। আজ রইল নারকেল তেলের তৈরি হেয়ার মাস্কের হদিশ। চুলের যত্নে ব্যবহার করুন নারকেল তেলের হেয়ার মাস্ক। জেনে নিন কীভাবে বানাবেন হেয়ার মাস্ক। রইল ১০টি হেয়ার মাস্কের হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন।