'ঘরে থাকুন খেলতে থাকুন', ঘরবন্দি মানুষদের জন্য ফিরল গুগলের জনপ্রিয় কিড কোডিং গেম

মারন ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে গোটা দেশ রয়েছে লকডাউনে। এমন সময় অতি প্রয়জনীয় দরকার ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ। এমন ঘরবন্দি মুহূর্তে একটু আনন্দ দিতে গুগল ফিরিয়ে আনল তার জনপ্রিয় পুরনো ডুডল গেম।

Deblina Dey | Published : Apr 27, 2020 12:45 PM
17
'ঘরে থাকুন খেলতে থাকুন', ঘরবন্দি মানুষদের জন্য ফিরল গুগলের জনপ্রিয় কিড কোডিং গেম

 সোমবার, গুগল তাদের কয়েকটি জনপ্রিয় ইন্টারেক্টিভ গুগল ডুডল গেম ফিরিয়ে আনতে একটি বিশেষ ডুডল শেয়ার করেছে। 

27

গুগল ডুডলে আবার জনপ্রিয় কিড কোডিং গেম প্রকাশ্যে এসেছে গুগলের পাতায়।

37

কিড কোডিং-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এই  গেম প্রকাশ্যে আনে গুগল। তাই ঘরবন্দিতে যারা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছেন তারা অনায়াসে ট্রাই করে দেখতে পারেন ডুডলের এই গেম। 

47

সম্প্রতি আর্থ ডে উপলক্ষে একটি মৌমাছি ও ফুলের এমনই এক আকর্ষণীয় গেম ডুডলে দেখা গিয়েছিল। ঠিক তেমনই আজকেও গুগলের পেজ খুললেই দেখা মিলবে এক খরগোশ এর।

57

আজকের গুগল ডুডল একটি কোডিং গেম যা কোডিংকে আরও মজাদার এবং বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় এই গেম।

67

গেমটিতে একটি খরগোশের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং গেমটি জিততে সমস্ত গাজর সংগ্রহ করতে হবে খরগোশের জন্য। 

77

আজকের গুগলের এই ডুডল ঘরবন্দি মানুষদের এক অন্য স্বাদ দেবে একথা হলফ করে বলতে পারি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos