সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন কৌশলের চমক ধরা পরে প্রতিটি মুহুর্তে। আর তা নজরে পড়তে না পড়তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। চলতি বছর বড়দিনের উৎসবের ক্ষেত্রেও বিষয়টা হল ঠিক তেমন। যাকে বলে মাথায় উঠল বড়দিন।
debojyoti AN | Published : Dec 25, 2019 6:06 PM / Updated: Dec 25 2019, 06:07 PM IST
হেয়ার স্টাইলে এবার উঠে এল বড়দিনের থিম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ছবি মুহুর্তে। এক সপ্তাহ ধরে এমনই কিছু ছকভাঙা ছবির রইল হদিশ।
কারুর মাথায় রিবন, কেউ আবার ক্রিসমাস ট্রি-এর রঙে চুল রঙ করে ফেলে সাজিয়ে নিল মাথার ওপরের অংশ। সেই স্টাইল নিয়েই পার্টিতে মাতলেন অনেকেই।
হেয়ার স্টাইলে নয়া সংযোজন। মাথার ওপর বড়দিনের পুরো সেলিব্রেশনের প্রতিকি তুলে ধরে হোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অনেকেই। স্টাইলে পোজ দিয়ে ছবিও তুললেন তাঁরা।
পার্টি মুডে নয়া থিম। মাথার ওপর সাজিয়ে নিতে হবে বড়দিন থিম। সেই তালিকা থেকে বাদ পড়ল না কিছুই। মাথার ওপর চূরা নিয়েই সেলিব্রেশনে গা ভাসালেন অনেকেই।
ফোটোশ্যুট করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই নেট দুনিয়ায় ঝড় তুলল নয়া ট্রেন্ড। একে অন্যকে টেক্কা দিয়ে প্রকাশ্যে এত একাধিক হেয়ার স্টাইলের ছবি।