প্রেমিকা যদি সাজতে পছন্দ করে, তাকে উপহার দিন কসমেটিক্স কিট (Cosmetics Kits)। লিপস্টিক, কাজল, কমপ্যাক্ট, নেইল পলিশের মতো কসমেটিক্স কিনে তা সুসজ্জিত বাক্সে ভরে উপহার দিতে পারেন। অথবা দোকান থেকে কিনে নিন কসমেটিক্স কিট। এই উপহারের সঙ্গে একটা গোলাপ দিতে ভুলবেন না যেন।