স্কিন ট্যাগ দেখতে অনেকটা আঁচিলের মতো। তবে, তা আঁচিল নয়। এটা এক ধরনের ত্বকের সমস্যা। এক্ষেত্রে ত্বকের রঙের কিছু টিস্যু ত্বকের বাইরে বেরিয়ে আসে। ঝুলতে দেখা যায়। ত্বকের ওপর এমন টিস্যুর সব সময় সৌন্দর্যের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। নানা কারণে এমন রোগ দেখা দিতে পারে। মূলত ঘাড়, বগল, চোখের পাতা ও কুঁচকিতে এমন স্কিন ট্যাগ দেখা যায়।