ত্বক নয়, এবার রইল চুলের টিপস, কী দিয়ে চুল সুন্দর রাখেন প্রিয়ঙ্কা

সেলেব মহলের অন্দরমহলে এরকম অনেক সিক্রেট থাকে যা আমাদের হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমরা ভরসা করি স্পা-বিউটি ট্রিটমেন্টে। কিন্তু প্রিয়ঙ্কা চোপড়া কীভাবে নিজের চুলের যত্ন নিয়ে থাকেন, শুনলে অবাক হবেন।

Jayita Chandra | Published : Sep 5, 2021 5:14 PM
18
ত্বক নয়, এবার রইল চুলের টিপস, কী দিয়ে চুল সুন্দর রাখেন প্রিয়ঙ্কা

প্রিয়ঙ্কা নিজের চুলের যত্ন নিতে স্যাম্পুর আগে ব্যবহার করে থাকেন নারকেল তেল। নারকেল তেল ব্যবহার করার উপকারিতা কী- কীভাবে তা চুলের যত্ন নিয়ে থাকে, জেনে নিন।

28

প্রত্যেকে বাড়িতেই হাতের কাছে থাকে নারকেল তেল। চুলের যত্নে তা ব্যবহার করলে পাওয়া যেতে পারে মোক্ষম ফল।

38

প্রত্যেকে বাড়িতেই হাতের কাছে থাকে নারকেল তেল। চুলের যত্নে তা ব্যবহার করলে পাওয়া যেতে পারে মোক্ষম ফল।

48

চুলের গ্রোথ থেকে শুরু করে মজবুত চুল এবং চুলের রঙ ধরে রাখতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। খুশকির সমস্যা তে অনেকে ভোগেন, খুশকি সারানোর টিপস রয়েছে এই নারকেল তেলেই।

58

নারকেল তেলের সঙ্গে তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

68

নারকেল তেলের সঙ্গে তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

78

স্নানের আগে নারকেল তেল দিয়ে সামান্য স্কালপ মাসাজ করে নিলে চুলের গোড়া শক্ত হয়। যার ফলে প্রিয়ঙ্কা কখনই এই বিষয় ঝুঁকি নেন না। 

88

চুলকে  ভেতর থেকে ম য়েশ্চরাইজার করে  নারকেল তে ল। তেজপাতা কোন কেমিক্যাল নয়, হাতের কাছে থাকা এই সহজলভ্য নারকেল তেল প্রিয়ঙ্কার বিউটি সিক্রেট।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos