স্পেশ্যাল করে তুলুন রোজ ডে, জেনে নিন কীভাবে পালন করবেন এই বিশেষ দিন, রইল ১০টি টিপস

আংশিক লকডাউন চলছে জানুয়ারির প্রথম থেকে। এই লকডাউন মাঝে মধ্যেই প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকাল সব সময় দেখা করা হয়ে উঠে না। প্রেম বলতে ফোনে যতটা কথা আর ভিডিও চ্যাট। কিন্তু, এই এক সপ্তাহ আর এই নিয়ম মানা নয়। প্রেমের সপ্তাহে করোনা বিধি মেনে চুটিয়ে উপভোগ করুন। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তারপর একে একে আসে রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে, হাগ ডে (Hug Day), ভ্যালেন্টাইন্স ডে (Valentine Day) দিনগুলো। আজ রোজ ডে পালন করুন একেবারে অন্যভাবে। রইল ১০টি টিপস। 

Sayanita Chakraborty | Published : Feb 7, 2022 4:22 PM / Updated: Feb 07 2022, 04:24 PM IST
110
স্পেশ্যাল করে তুলুন রোজ ডে, জেনে নিন কীভাবে পালন করবেন এই বিশেষ দিন, রইল ১০টি টিপস

আজ ডিনার ডেটের প্ল্যান করতে পারেন। কোথায় যাচ্ছেন তা আগে থেকে বান্ধবীকে জানানোর দরকার নেই। এমন কোনও জায়গায় ডিনারে যান, যেখানে দুজনে বহুদিন ধরে যাওয়ার প্ল্যান করে রেখেছেন। ডিনার ডেটে গিয়ে শুধু খাওয়া নয়, সঙ্গে মনের কথা খুলে বলুন। একেবারে অন্যরকম করে পালন করুন দিনটা। 

210

আজ কোনও রোম্যান্টিক মুভি ডেট প্ল্যান করতে পারেন। লকডাউনের জন্য অনেকদিনই হয়তো সিনেমা দেখতে যাওয়া হয়নি। এবার প্ল্যান করে ফেলুন একটা রোম্যান্টিক মুভি ডেটের। রোজ ডে একেবার অন্যভাবে পালন করতে এর থেকে ভালো আইডিয়া আর কিছুই হতে পারে না। 

310

শপিং করতে সকলেই পছন্দ করেন। আজ দুজনে মিলে শপিং-এ চলে যান। সেখান থেকেই পছন্দ করে একে অপরকে উপহার দিন। শপিং করার নামে এক সঙ্গে সময় কাটানোও হয়ে যাবে। তাই আর দেরি না করে এই প্ল্যান ছকে ফেলুন। 

410

বান্ধবীকে নিয়ে লং ড্রাইভে চলে যান। হাতে কয়েক ঘন্টা সময় থাকলে লং ড্রাইভে চলে যান। এর থেকে রোম্যান্টিক রোজ ডে সেলিব্রেশন আর কিছু হতে পারে না। শুধু একান্তে অনেকটা সময় কাটান। মনের মতো বিষয় আলোচনা করুন। তবে, মনে রাখবেন আজ কোনও ঝগড়া নয়।  

510

ফুল ছাড়া রোজ ডে হতেই পারে না। এবার একটি গোলাপ নয়, বরং মনের মানুষকে উপহার দিন গোলাপের বুকে (Rose Bouquet)। সুসজ্জিত এই বুকে একেবারে অন্য রকম করে তুলবে এই স্পেশ্যাল দিনটি। সঙ্গে দিতে পারেন ছোট একটি টেডি। 

610

দিনটি রোম্যান্টিক করে তুলতে ফোটো উপহার দিন মনের মানুষকে। দুজনের কাটানো স্পেশ্যাল দিনের ছবি উপহার দিন। নিজেদের ছবি কোলাজ করে ফ্রেমে বাঁধিয়ে উপহার দিন। সঙ্গে দিন একটি গোলাপ। এই উপহার আরও স্পেশ্যাল করে তুলবে আজকের দিনটা। 

710

প্রেমিক যদি খেতে পছন্দ করেন, তাহলে তার জন্য খাবার তৈরি করুন। তার পছন্দের কোনও ডিশ বানিয়ে তা সুজ্জিত বাক্সে ভরে তাকে উপহার দিন। এই উপহার মন কাড়বে তার। সঙ্গে স্পেশ্যাল হয়ে উঠবে আজকের দিনটি। 

810

বিয়ে হয়ে গিয়েছে তো রোজ ডে পালন করবেন না এমন নয়। বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করুন। আজ বানিয়ে ফেলুন দুজনের পছন্দের খাবার। এবার ডিনার টেবিল সাজিয়ে ফেলুন। ঘর সাজান। এভাবেই পালন করুন রোজ ডে। 

910

মনের মানুষের জন্য সারপ্রাইজ গিফট প্ল্যান করুন। তাকে এমন কোনও উপহার দিন, যা সে অনেক দিন ধরে কিনতে চাইছিল। তাকে এমন উপহার দিয়ে চমকে দিন। একেবারে অন্য রকম হবে আপনাদের রোজ ডে। 

1010

হতেই পারেন আপনি লং ডিস্টেন্স রিলেশন শিপে আছেন। তাহলে এবার ভার্চুয়াল ডেটিং-এর প্ল্যান করে ফেলুন। আজ যদি দেখা করতে না পারেন তাহলে ডেটিং হবে না এমন তো হয় না। এবার ভার্চুয়াল ডেটিং-এর প্ল্যান করুন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos