আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। সারা দেশ জুড়ে গ্রাস করেছে করোনা আতঙ্ক। আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। বলি থেকে হলি সর্বত্রই রাজ করছে এই করোনা ভাইরাস। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি বলে চিহ্নিত করেছে। সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। সারা দেশে একটানা ২১ দিনের লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি। শিশু থেকে বয়স্ক সকলকেই কাঁবু করেছে এই করোনা ভাইরাস। কীভাবে বাঁচা যাবে এই মারণ ভাইরাস থেকে। বড়রা যতটা নিজের থেকে সাবধান হতে পারবেন বাচ্চারা কিন্তু তা পারবে না। তাই তাদের যত্ন নিতে হবে আমাদেরকেই। কীভাবে এই মারণ ভাইরাস থেকে শিশুকে রক্ষা করবেন, জেনে নিন সহজ টিপসগুলি।
Riya Das | Published : Apr 10, 2020 8:05 PM / Updated: Apr 10 2020, 08:09 PM IST